শনিবার, অক্টোবর ৫, ২০২৪

আমি প্রেসিডেন্ট থাকলে ইসরাইলে কখনো হামলা হতো না : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি যদি এখন প্রেসিডেন্ট থাকতাম তাহলে ইসরাইলে কখনো হামলা হতো না।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে ইসরাইলে ইরানের মিসাইল হামলার পরই এ কথা বলেন ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প বলেন, কিছুক্ষণ আগে, ইরান ইসরাইলে ১৮১টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। আর আমরা, আমি অনেকদিন তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলছি। আমি কোনো ভবিষ্যদ্বাণী করতে চাই না। কারণ এগুলো সবসময় সত্য হয়। যদি আমি প্রেসিডেন্ট থাকতাম, ইসরাইলে মঙ্গলবারের হামলা কখনো হতো না।

তিনি বলেন, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস ক্ষমতাহীন। এ কারণে তারা ইরানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছেন না। ইরান দেউলিয়া হওয়ার পথে ছিল। তাদের কাছে কোনো অর্থ ছিল না। হামাসকে দেওয়ার মতো কোনো অর্থ তাদের ছিল না। হিজবুল্লাহকে দেওয়ার অর্থ ছিল না। যাদের বিরুদ্ধে এখন তাদের লড়াই করতে হচ্ছে।

সূত্র : জেরুজালেম পোস্ট

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img