শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫

ইন্দোনেশিয়ায় ফুটবল ম্যাচে সংঘর্ষ; নিহত ১২৭

ইন্দোনেশিয়ায় একটি ঘরোয়া ফুটবল ম্যাচে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১২৭ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন ১৮০ জন। পূর্ব জাভা প্রদেশের পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে, ইন্দোনেশিয়ায় ফুটবলের দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুইজন পুলিশ কর্মকর্তা এবং ১২৫ জন দর্শক (ফ্যান) নিহত হয়েছেন।

রবিবার (২ অক্টোবর) ইন্দোনেশিয়ান প্রিমিয়ার লীগ খেলাতে আরেমা মালাংকে পারসেবায়া ৩-২ গোলে পরাজিত করে। দুই দলের সমর্থকদের মধ্যে স্টেডিয়ামের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। পুলিশ টিয়ারগ্যাস ছুড়লে সমর্থকদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে।

পূর্ব জাভা পুলিশ প্রধান নিকো আফিনতা জানিয়েছেন, স্টেডিয়াম থেকে বের হওয়ার গেটে শত শত দর্শক টিয়ারগ্যাস এড়াতে দৌড় দেয়। এতে দমবন্ধ হয়ে কিছু এবং পদদলিত হয়ে বাকিদের মৃত্যু হয়। কমপক্ষে ৩০০ জনকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকে হাসপাতালে নেওয়ার পথে আবার কেউ কেউ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img