রবিবার, মে ১৯, ২০২৪

ইউক্রেন যুদ্ধে অন্তত ২১ হাজার সেনা হারিয়েছে ওয়াগনার গ্রুপ: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে অন্তত ২১ হাজার যোদ্ধা নিহত হয়েছে ওয়াগনার গ্রুপের। সেখানে তার দেশের সবথেকে শক্তিশালী সেনাবাহিনীর দল যুদ্ধ করছে। এছাড়া ৮০ হাজার ওয়াগনার যোদ্ধা আহত হয়েছে।

শনিবার (১ জুলাই) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তবে সিএনএন জেলেনস্কির এই দাবির সতত্য যাচাই করতে পারেনি।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এমন সময় জেলেনস্কি ওয়াগনার যোদ্ধাদের হতাহতের খবর দিলেন যখন গ্রুপটির প্রধান ইয়েভজেনি প্রিগোজিন রাশিয়ার শীর্ষ সেনা নেতৃত্বের বিরুদ্ধে এক সপ্তাহ আগে বিদ্রোহ ঘোষণা করেন। পরে বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর মধ্যস্থতায় পিছু হটেন প্রিগোজিন। বর্তমান তিনি বেলারুশেই অবস্থান করছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ওয়াগনার গ্রুপের বিদ্রোহ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কর্তৃত্বে ব্যাপক প্রভাব ফেলেছে। যুদ্ধের ময়দানেও এটা প্রভাব ফেলেছে। এটা থেকে তার দেশের সেনাবাহিনী লাভবান হবে।

তিনি বলেন, আমাদেরকে এই পরিস্থিতির সুযোগ নিতে হবে। এই সুবিধা কাজে লাগিয়ে শত্রুদের আমাদের দেশের মাটি থেকে বিতাড়িত করতে হবে।

তিনি আরও বলেন, তারা যুদ্ধে পরাজিত হচ্ছে। আর ইউক্রেনে একাধিক বিজেতা নেই। এ কারণে তারা একে অন্যকে দোষারোপ করছে।

সূত্র: সিএনএন

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img