অসুস্থ বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সভাপতি ও হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান এর রোগ মুক্তির কামনা করে দেশবাসীর কাছে দুআ চেয়েছেন হাইয়াতুল উলইয়ার সদস্য, বেফাকের সহসভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা নুরুল ইসলাম।
শুক্রবার (২ এপ্রিল) সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি দেশবাসীর কাছে দুআর আবেদন করেন।
আল্লামা নুরুল ইসলাম বলেন, আল্লামা মাহমুদুল হাসান দেশ ও জাতির জন্য অনেক অবদান রেখে আসছেন। বিশেষ করে বিদআদ শিরিক থেকে মুসলমানদের মুক্ত রেখে সুন্নতের উপর প্রতিষ্ঠিত করতে তার অবদান অবিস্মরণীয়। কওমী মাদরাসার উন্নয়নকল্পে তিনি যুগোপযোগী অনেক অবদান রেখেছেন।
তিনি বলেন, ইতিমধ্যে দেশের শীর্ষ উলামায়ে কেরামের মধ্যে অনেকেই আমাদের ছেড়ে চলে গেছেন। তাই রব্বে কারিমের কাছে আল্লামা মাহমুদুল হাসান এর আশু রোগ মুক্তি কামনা করছি। পাশাপাশি দেশবাসীর নিকট দুআ চাই আল্লাহ তায়ালা যেনো উনাকে পুরোপুরি সুস্থ করে দ্বীন ও ইসলামের খেদমত করার তাওফিক দান করেন। এবং কওমী মাদরাসার কল্যাণে পুনরায় আত্মনিয়োগ করতে পারেন।