শুক্রবার, জুন ১৩, ২০২৫

আফগানিস্তানে আইএস’কে সহায়তা করছে আমেরিকা: তালেবান

spot_imgspot_img

আফগানিস্তানে আইএস নির্মূলের নামে মার্কিন বাহিনী দ্বিচারিতা করছে বলে অভিযোগ করেছে তালেবান।

তারা বলছে, মার্কিন সামরিক বাহিনী হেলিকপ্টারে করে আইএসকে আফগানিস্তানের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছেন তারা।

সোমবার (১ ফেব্রুয়ারি) ইরানের রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে তালেবানের একটি প্রতিনিধিদল এই অভিযোগ করে।

সংবাদ সম্মেলনে তালেবান নেতারা বলেছেন, আফগানিস্তানের যেসব অঞ্চল তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে, সেসব জায়গা থেকে আইএস সন্ত্রাসীদের পালিয়ে যেতে সাহায্য করছে মার্কিন সামরিক বাহিনী।

তালেবান প্রতিনিধিদলের সদস্য সুহাইল শাহিন সাংবাদিকদের বলেন, নানগারহার এবং কুনার প্রদেশে আইএসের বিরুদ্ধে নির্মূল অভিযান চালায় তালেবান।

এ অভিযানের সময় আইএস অবরুদ্ধ হয়ে পড়লে সেখানে মার্কিন হেলিকপ্টার উড়তে দেখা গেছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img