ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের খাদ্য সংকট দূর করতে পাশে দাঁড়িয়েছে দক্ষিণ কোরিয়া। গত মঙ্গলবার দেশটির দারিদ্র জনগণের উদ্দেশ্যে ৫ মিলিয়ন মার্কিন ডলার সাহায্য প্রদান করেছে পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া।
বুধবার (১ জানুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব খাদ্য সংস্থা।
বিবৃতিতে বলা হয়েছে, শীতের মৌসুমে আফগানিস্তানের প্রায় ১৫ মিলিয়ন জনগণ খাদ্য সংকটের মুখে পড়ে। সংকটকালীন অবস্থায় দক্ষিণ কোরিয়ার এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়।
এদিকে, আফগান পরিবারগুলোর প্রতি দক্ষিণ কোরিয়ার অটুট সমর্থন ও সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন কাবুলে নিযুক্ত দেশটির চার্জ ডি অ্যাফেয়ার্স মুন সিওং – হোয়ান।
সূত্র: কেপি