রবিবার, জানুয়ারি ৫, ২০২৫

ফিলিস্তিনের পশ্চিম তীরে আল জাজিরার কার্যক্রম বন্ধ করে দিলো মাহমুদ আব্বাসের সরকার

উস্কানিমূলক উপদানের অভিযোগ এনে ফিলিস্তিনের পশ্চিম তীরে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে মাহমুদ আব্বাসের সরাকার (পিএ)।

বুধবার (১ জানুয়ারি) ফিলিস্তিনি সরকারী বার্তা সংস্থা ওয়াফা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) উস্কানিমূলক উপাদানের জন্য অধিকৃত পশ্চিম তীরে আল জাজিরার কাজ সাময়িকভাবে স্থগিত করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, মাহমুদ আব্বাসের মন্ত্রীসভা আল জাজিরার প্রতিবেদনকে দেশে উস্কানিমূলক উপাদান, প্রতারণামূলক এবং কলহ সৃষ্টিকারী হিসাবে বর্ণনা করেছে। আর এ অভিযোগে আল জাজিরা টেলিভিশনের সম্প্রচারসহ পশ্চিম তীরে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

বার্তা সংস্থা ওয়াফা জানায়, ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কৃতি, স্বরাষ্ট্র এবং যোগাযোগ মন্ত্রীরা যৌথভাবে আল জাজিরা বন্ধের এই সিদ্ধান্ত নিয়েছেন। কারণ তাদের দাবি, কাতারভিত্তিক এই চ্যানেলের সম্প্রচারের উপাদান প্রতারণামূলক এবং বিবাদকে বাড়িয়ে দিচ্ছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img