সোমবার, জুন ২৩, ২০২৫

ইচ্ছাকৃতভাবে ৫০০ ডোজ ভ্যাকসিন নষ্ট করার অভিযোগে আমেরিকায় ফার্মাসিস্ট গ্রেফতার

spot_imgspot_img

আমেরিকার উইসকনসিনে ইচ্ছাকৃতভাবে ৫০০ ডোজেরও বেশি করোনাভাইরাসের ভ্যাকসিন নষ্ট করেছেন সেখানকার একটি হাসপাতালের ফার্মাসিস্ট।

বৃহস্পতিবার তাকে ওই ঘটনায় অভিযুক্ত করে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযোগপত্রে বলা হয়েছে, ভ্যাকসিন নষ্ট করার উদ্দেশ্য নিয়ে ওই ফার্মাসিস্ট হিমাগার থেকে ভ্যাকসিন বের করে বাইরে রেখে দেন। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়েছে, অভিযুক্ত ফার্মাসিস্ট উইসকনসিনের অরোরা মেডিকেল সেন্টারে কর্মরত ছিলেন। ঘটনা প্রকাশিত হলে তাকে ছাটাই করে মেডিকেল কর্তৃপক্ষ। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। অভিযুক্ত ব্যক্তি ভ্যাকসিনের ৫৭টি পাত্র হিমাগার থেকে বের করে বাইরে রেখে দেন। এর প্রতিটিতে ১০টি করে ভ্যাকসিন মজুদ ছিল।

এরইমধ্যে সেখান থেকে অন্তত ৬০ জনকে ভ্যাকসিন প্রদান করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

তবে ভ্যাকসিন কোম্পানি মডার্না জানিয়েছে, নষ্ট হওয়া ভ্যাকসিন দেহে প্রবেশ করালেও কোনো সমস্যা নেই। তবে এতে শরীরের ভ্যাকসিনের কোনো কার্যকরিতা থাকবে না।

অরোরা হাসপাতাল জানিয়েছে, তারা এরইমধ্যে ওই ৬০ জনকে পুনরায় ভ্যাকসিন গ্রহণের জন্য চিঠি পাঠিয়েছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img