বৃহস্পতিবার | ১৭ জুলাই | ২০২৫

নিঃশর্তভাবে আফগানিস্তানের আটক অর্থ ছেড়ে দিন: আফগান পররাষ্ট্রমন্ত্রী

spot_imgspot_img

আমেরিকার সরকার আফগানিস্তানের যে অর্থ আটক করেছে তা ছেড়ে দেয়ার জন্য ওয়াশিংটনের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে তালেবানের নেতৃত্বাধীন দেশটির সরকার।

মঙ্গলবার (৩০ নভেম্বর) কাতারের রাজধানী দোহায় দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে দুই দিনব্যাপী আলোচনা শেষে এ আহ্বান জানানো হয়।

আফগান প্রতিনিধিদল তাদের রাষ্ট্রীয় সম্পদ ছাড় করার পাশাপাশি মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি জানায়। এছাড়া, আফগান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ যেসব কাজ করছে তাতে তালেবান সমর্থন দিয়ে যাবে বলে জানানো হয়।

আফগানিস্তান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি থমাস ওয়েস্ট এবং আফগান সরকারের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি টুইটার পোস্টে আলোচনাকে ইতিবাচক বলে বলে উল্লেখ করেছেন।

তিনি জানান, দু’পক্ষ রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য এবং জনকল্যাণ ইস্যু নিয়ে আলোচনা করেছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img