দক্ষিণ আফ্রিকা ও এশিয়ার দুটি দেশসহ এবার ব্রাজিলে শনাক্ত হয়েছে করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন।
স্থানীয় সময় মঙ্গলবার (৩০ নভেম্বর) ব্রাজিলের স্বাস্থ্য বিষয়ক কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।
কর্তৃপক্ষ জানায়, দু’জন মিশনারির শরীরে শনাক্ত হয়েছে ওমিক্রন। ওমিক্রন শনাক্ত হওয়া ওই দম্পতি করোনার টিকা নিয়েছিলেন কি না তা এখনও নিশ্চিত করা যায়নি।
জানা যায়, ২৩ নভেম্বর আফ্রিকা থেকে এক দম্পতি ব্রাজিলের সাও পাওলোতে যান। বিমানবন্দরে নামার সময় তাদের কাছে করোনা নেগেটিভ সনদ ছিল। তবে সাও পাওলো থেকে ফেরার সময় বিমানবন্দরে আবারও পরীক্ষা করা হলে এই দম্পতির শরীরে ওমিক্রন ভেরিয়েন্ট ধরা পড়ে।