মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪

লেবানন থেকে অবিলম্বে ইসরাইলি সৈন্য প্রত্যাহার করতে হবে: তুরস্ক

আজ (১ অক্টোবর- মঙ্গলবার) দক্ষিণ লেবাননে স্থল আক্রমণ শুরু করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এই আক্রমণের নিন্দা জানিয়েছে তুরস্ক। অবিলম্বে এই আক্রমণ বন্ধ ও লেবানন থেকে সৈন্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছে দেশটি।

এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “স্থল আক্রমণের দ্বারা লেবাননের আঞ্চলিক অখন্ডতা ও সার্বভৌমত্ব লংঘন করেছে ইসরাইল। যা একটি অবৈধ আক্রমণও বটে। তাৎক্ষণিকভাবে এই আক্রমণ বন্ধ করতে হবে। সেই সঙ্গে অত্র অঞ্চল থেকে অবশ্যই ইসরাইলের সৈন্য প্রত্যাহার করতে হবে।”

বিবৃতিতে আরো বলা হয়, “এই আক্রমণ অত্র অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে দিয়েছে। এই মারাত্মক আক্রমণের প্রচেষ্টা প্রচুর পরিমাণে শরণার্থী সৃষ্টির পাশাপাশি বিশ্বজুড়ে চরমপন্থীদের জন্য জায়গা করে দেবে।”

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img