রবিবার, মে ১৯, ২০২৪

বিশ্বব্যাপী দূষিত শহরের তালিকার ২২তম স্থানে ঢাকা

বৃষ্টি ও ঈদের ছুটিতে রাজধানীতে যান চলাচল কম থাকায় ঢাকার বাতাসের মান মধ্যম পর্যায়ে রয়েছে।

শনিবার (১ জুলাই) সকাল ৯টা ২২ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৭১ নিয়ে ঢাকা বিশ্বব্যাপী দূষিত শহরের তালিকার ২২তম স্থানে ছিল।

০ থেকে ৫০-এর মধ্যে একিউআই স্কোর ভালো হিসেবে বিবেচিত হয়, তবে ৫০ থেকে ১০০-এর মধ্যে স্কোর থাকলে তাকে মধ্যম বা গ্রহণযোগ্য পর্যায় হিসেবে বিবেচনা করা হয়।

অন্যদিকে, একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয় এবং ১৫১ থেকে ২০০-এর মধ্যে একিউআই স্কোরকে অস্বাস্থ্যকর বলে মনে করা হয়।

কানাডার টরন্টো, পাকিস্তানের লাহোর ও চিলির সান্তিয়াগো যথাক্রমে ১৬০, ১৫৪ ও ১৪২ স্কোর নিয়ে তালিকার প্রথম তিনটি স্থান দখল করে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img