রবিবার, মে ১৯, ২০২৪

রাতের ঢাকাকে বেছে নেয় ছিনতাইকারীরা : ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, রাতের ঢাকার শেষ ভাগকে ছিনতাইয়ের জন্য ছিনতাইকারীরা বেছে নেয়।

শনিবার (১ জুলাই) গুলশানে হলি আর্টিজানে হামলায় শহীদ দুই পুলিশ সদস্যের ম্যুরালে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, রাতের ঢাকার শেষ ভাগের সময়টাকে ছিনতাইকারীরা বেছে নিতে চায়। এমনিতেও রাতে ঢাকা শহর ফাঁকা হয়ে যায়। রাত ২টার পর রাস্তা আরও অনেক ফাঁকা হয়ে যায়। এ সময়ে ছিনতাইকারীরা তৎপর হয়। আমরা বিষয়গুলো নিয়ে কাজ করছি।

তিনি আরও বলেন, আরও কীভাবে আমাদের পুলিশিং বাড়ানো যায় সে বিষয় নিয়ে আমরা কাজ করছি। যেসব ছিনতাইকারী শেষ রাতের দিকে ছিনতাই করার সময় হিসেবে বেছে নেয়, আশা করছি তারা আর সেটা পারবে না। গতকাল যে ঘটনাটা ঘটেছে (ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত) সেটা নিয়ে কাজ করছি। জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img