বরগুনার পাথরঘাটায় আসাদুল নামে এক দিনমজুরের বসতঘর আগুনে পুড়ে ছাই হলেও ঘরে থাকা দুটি কুরআন শরীফ অক্ষত উদ্ধার করেছে পাথরঘাটা ফায়ার স্টেশনের কর্মীরা।
বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ছহেরাবাদ এলাকায় এই অলৌকিক ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত আসাদুল জানান, দুপুর ১টার সময় আসাদুলের স্ত্রী আসমা বেগম রান্না করছিলেন। কিছুক্ষণ পরেই দেবরের ছেলে পানিতে পড়ার খবর পেয়ে আসমা বেগম ছুটে যান পুকুর পাড়ে। এর মধ্যেই চুলার আগুন থেকে বসত ঘরে আগুন লেগে যায়। এ ঘটনায় আসাদুলের প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।