বাগদাদ কখনো রিয়াদের ওপর হামলার ক্ষেত্র হবে না বলে সৌদি বাদশাহ সালমানকে আশ্বস্ত করেছেন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাদিমি।
বুধবার (৩১ মার্চ) নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে রিয়াদ সফরকালে তিনি সৌদিকে এ আশ্বস্ত করেন।
জানা যায়, গত জানুয়ারি মাসে বিস্ফোরকবোঝাই ড্রোন রিয়াদের রাজপ্রাসাদে আঘাত করে। তখন প্রতিবেশী ইরাক থেকে এই হামলা চালানো হয়েছে বলে আমেরিকার কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম দাবি করে। তবে সৌদি আরব ওই হামলার ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি।
কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, হামলার শিকার হওয়া আল-ইয়ামামা কমপ্লেক্সটি সৌদি বাদশাহ সালমানের আনুষ্ঠানিক বাসভবন ও অফিস হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া এটি দেশটির রাজকীয় আদালতের প্রধান অফিস হিসেবেও পরিচিত।