শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

নির্বাচন কমিশন নিয়োগ আইন সংসদে উত্থাপন করা হয়েছে

বহুল কাঙ্ক্ষিত নির্বাচন কমিশন (ইসি) নিয়োগ খসড়া আইন জাতীয় সংসদের অধিবেশনে উত্থাপন করা হয়েছে।

স্পিকার ড. শিরীন শার‌মিন চৌধুরীর সভাপ‌তি‌ত্বে ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল ২০২২; এরপর বিলটি যাচাই-বাছাইয়ের জন্য সংসদীয় স্থায়ী কমিটির কাছে পাঠানো হয়েছে।

রবিবার (২৩ জানুয়ারি) দুপুরে সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

এর আ‌গে বিল‌টি উত্থাপ‌নে বি‌রোধী দ‌লের আপ‌ত্তি কণ্ঠভো‌টে নাকচ হ‌য়ে যায়। এ সময় সংস‌দের বৈঠ‌কে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা উপ‌স্থিত ছি‌লেন।

সংসদ সচিবালয় সূত্র জানায়, সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের জন্য বিলটি আনা হয়েছে। এর আগে গত ১৭ জানুয়ারি এই আইনটি মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়। বিলটি পাস হওয়ার পর নতুন আইনের আলোকেই পরবর্তী নির্বাচন কমিশন গঠিত হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img