শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতেই শ্রীলঙ্কায় সফর করেছিলেন ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, শ্রীলংকার সাথে পাকিস্তানের সম্পর্ক জোরদার করার জন্য তিনি কলম্বোর সফর করছেন।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে দু’দিনব্যাপী সফরে শ্রীলংকা পৌঁছে দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের সঙ্গে একান্ত বৈঠক করলেন ইমরান।

পাক প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের মতো অভিন্ন সমস্যা মোকাবেলা করছি। পাকিস্তান সন্ত্রাসবাদের চরম শিকার; শ্রীলঙ্কাও গত ত্রিশ বছর ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে। এক্ষেত্রে শ্রীলঙ্কাকে সাহায্য করার চেষ্টা করেছে পাকিস্তান।

করোনাভাইরাসের মহামারি প্রসঙ্গে তিনি বলেন, এই ভাইরাস বিশ্বের বৈষম্য প্রকাশ করে দিয়েছে। জাতিসংঘের উচিত গরিব দেশগুলোকে করোনা মোকাবেলায় সাহায্য করা।

ইমরান খান বলেন, তার সাথে শ্রীলঙ্কা সফররত প্রতিনিধিদলকে কলম্বোর সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর উপায় খুঁজে বের করার কথা বলেছেন। সফরে ইমরান খান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img