শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

আমেরিকার সহযোগী ৬৫ হাজার আফগান নাগরিককে ফিরিয়ে আনা হবে: বাইডেন

তালেবান আফগান জয়ের ঘটনায় ঘরে-বাইরে তীব্র সমালোচনার মধ্যেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তালেবান শাসিত ভূখণ্ডে আটকে পড়া মার্কিনি এবং মিত্রদের দেশে ফেরানো হবে বলে জানান তিনি।

শুক্রবার (২০ আগস্ট) দুপুরে হোয়াইট হাউজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।

এর আগে বাইডেন জানান, আফগানে থাকা আমেরিকার নাগরিক এবং মার্কিন সেনাদের সহায়তা করা ৫০ থেকে ৬৫ হাজার আফগানদের সরিয়ে নেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে বাইডেন বলেন, কোনও আমেরিকান ফিরতে চাইলে তাকে আমরা দেশে ফিরিয়ে আনবো।

এদিকে কাবুল বিমানবন্দরে চলমান অবস্থাকে বিপজ্জনক উল্লেখ করে বাইডেন বলেন, চূড়ান্ত ফলাফলে কী হতে যাচ্ছে এ বিষয়ে প্রতিশ্রুতি দিতে পারছি না। কারণ এটি এখন পর্যন্ত সবচেয়ে কঠিন এয়ারলিফ্ট অপারেশন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img