শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫

হিজাব ছাড়া কলেজে যাবেন না কর্ণাটকের মুসলিম ছাত্রীরা

গতকাল ভারতের কর্ণাটক রাজ্যের হাইকোর্ট মুসলিম ছাত্রীদের হিজাবের উপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে। এদিকে কর্ণাটকের মুসলিম ছাত্রীরা হিজাব ছাড়া কলেজে যেতে অস্বীকৃতি জানিয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আলমাস নামের এক ছাত্রী বলেছেন, তিনি হিজাব ছাড়া কলেজে যাবেন না।

কর্ণাটক হাইকোর্টের হিজাবের উপর সরকারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আদালতে মামলা করার শিক্ষার্থীদের একজন আলমাস।

কর্ণাটক হাইকোর্ট শ্রেণীকক্ষে হিজাব পরা নিষিদ্ধ রাখার বিষয়ে যুক্তি হিসেবে বলেছে, “হিজাব পরা ইসলামে বাধ্যতামূলক নয়।”

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আলমাস বলেন, ইসলাম নারীদের হিজাব পরার নির্দেশ দিয়েছে।

হিজাব নিষিদ্ধ হওয়ায় এখন কীভাবে কলেজে যাবেন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আলমাস বলেন, তিনি এবং তার মতো অনেক শিক্ষার্থী কলেজ ছেড়ে দেবেন।

আলমাস বলেন, আদালত আমাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করছে।

উল্লেখ্য; শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধের পক্ষে রায় দিয়েছে ভারতের কর্ণাটক রাজ্যের হাইকোর্ট। মঙ্গলবার (১৫ মার্চ) কর্ণাটক হাইকোর্ট এই রায় দেয়।

এদিন শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরার ওপর হিন্দুত্ববাদী বিজেপি সরকারের নিষেধাজ্ঞাকে সমর্থন করে কর্ণাটক হাইকোর্ট বলেছে, আমাদের মতে, ইসলাম ধর্মে মুসলিম নারীদের হিজাব পরা বাধ্যতামূলক নয়। স্কুল ইউনিফর্মের বাধ্যবাধকতা যৌক্তিক এবং শিক্ষার্থীরা এ নিয়ে আপত্তি জানাতে পারে না। এ ধরনের আদেশ জারি করার ক্ষমতা রাজ্য সরকারের রয়েছে।

সূত্র : ডেইলি জং

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img