শুক্রবার, মে ১০, ২০২৪

উত্তর কোরিয়ার খাদ্য সংকট মোকাবেলায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিমের

উত্তর কোরিয়ার কর্মকর্তাদের খাদ্য ঘাটতি মেটানোর জন্য কাজ করতে বলেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিং জং-উন। সেই সাথে জলবায়ু পরিবর্তন মোকাবেলার বিষয়টিও সামনে এনেছেন তিনি।

জানা যায়, গত বছর দেশটিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় টাইফুনে। চলতি বছরও অতিরিক্ত খরা ও বৃষ্টিপাতের কারণে ফসলের ক্ষতি হয়েছে।

এক বৈঠকে কর্মকর্তাদের উদ্দেশে কিম বলেন, অস্বাভাবিক জলবায়ুর কারণে দেশে খাদ্য সংকট দেখা দিয়েছে এবং দিন কে দিন তা তীব্র আকার নিচ্ছে। এই সংকট নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি তিনজন মানুষের একজনের খাদ্যদ্রব্য ক্রয়ের মতো অবস্থা নেই উত্তর কোরিয়ায়।

সূত্র : বিবিসি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img