শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ফ্রান্স ও আমেরিকাপন্থী চাদ প্রেসিডেন্ট মারা গেছেন

ইসলামী যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্স ও আমেরিকার গোড়া মিত্র আফ্রিকান দেশ চাদ এর পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট ইদরিস দেবি মারা গেছেন। এর আগে তিনি ইসলামী যোদ্ধাদের বিরুদ্ধে সম্মুখসারির লড়াইয়ে আহত হন।

মঙ্গলবার (২০ এপ্রিল) দেশটির সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আজিম বেরমান্দোয়া আগৌনা এমন তথ্য দিয়েছেন।-

চাদ এর রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধক্ষেত্রে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছেন ইদরিস দেবি।

এর আগে আফ্রিকান দেশটির আগাম নির্বাচনের ফলে দেখা গেছে, প্রেসিডেন্ট ইদরিস দেবি তার তিন দশকের ক্ষমতার মেয়াদ বাড়ানোর পথে রয়েছে। অর্থাৎ নির্বাচনে তিনি ফের জয়ী হতে যাচ্ছেন।

অনুর্বর সাহিল অঞ্চলে ইসলামী যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্স ও আমেরিকার গোড়া মিত্র ইদরিস ১৯৯০ সালে ক্ষমতা দখল করেন।

দেশের জাতীয় তেলসম্পদ ব্যবস্থাপনা নিয়ে ক্রমাগত অসন্তোষের মুখেও গত ১১ এপ্রিলের নির্বাচনে ইদরিস দেবিকে এগিয়ে থাকতে দেখা গেছে।

ক্ষমতার নিয়ন্ত্রণ নেওয়ার পর তার বিরুদ্ধে বেশ কয়েকবার বিদ্রোহ দেখা দিলেও তিনি তা কঠোরভাবে দমন করেছেন। এতে ফ্রান্সও তাকে সহায়তা করেছে। ২০১৯ সালে লিবিয়া থেকে একটি বিদ্রোহী গোষ্ঠীর হামলা মোকাবিলায় ফরাসি বিমান হামলার সহায়তা নিয়েছিল ইদরিস দেবির সেনাবাহিনী।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img