শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে পতাকা মিছিল করল ইসরাইলীরা

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল ১৯৬৭ সালে দখলদারিত্বের চিহ্ন হিসেবে জেরুসালেমের মধ্য দিয়ে একটি বিতর্কিত পতাকা মিছিল করে। সেই থেকে প্রতি বছরই চরম উত্তেজনার মধ্য দিয়ে জেরুসালেমে পতাকা মিছিল করে অবৈধ বসতি স্থাপনাকারী ইসরাইলীরা।

এরই ধারাবাহিকতায় রোববার (২৯ মে) জেরুজাসালেমের পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গনে পতাকা মিছিল করে দখলদার ইসরাইল।

দখলকৃত শহরের মধ্য দিয়ে বসতি স্থাপনকারীদের একটি পরিকল্পিত পতাকা মিছিল চলাকালীন সময়ে ফিলিস্তিনীরা বাধা প্রদান করে।এমন সময় ইসরাইলী বাহিনী ও ১০৪৪ জন অবৈধ বসতি স্থাপনকারী প্রতিবাদী ফিলিস্তিনিদের উপর হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলী বাহিনী মসজিদ প্রাঙ্গণে হামলা চালায় এবং কম্পাউন্ডের আল-মুগারবাহ গেইট দিয়ে বসতি স্থাপনকারীদের প্রবেশের অনুমতি দেয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, ইসরায়েলী বাহিনী কমপ্লেক্সের ভিতরে ফিলিস্তিনি মুসলিমদের ধাওয়া করে। বেশ কয়েকজন ফিলিস্তিনিকে তখন ইসরায়েলী বাহিনী আটক করে নির্যাতন চালায় বলেও জানা যায়।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড ও এএফপি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img