শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

জুন মাসের আগে পদ্মা সেতু উন্মুক্ত করা হবে: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন্, শেখ হাসিনার অবদান পদ্মাসেতু দৃশ্যমান। আগামী বছরের জুন মাসের আগে পদ্মা সেতু চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন করবেন।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সড়ক ও সেতু মন্ত্রী আরও বলেন, পদ্মার পাড়ে টুঙ্গিপাড়ায় জন্ম বঙ্গবন্ধুর ও শেখ হাসিনার জন্ম। শেখ হাসিনা নিজেই একটা ইতিহাস। বাংলার মানুষ শেখ হাসিনাকে মনেপ্রাণে ভালোবাসে।

এসময় সভাপতির বক্তব্যে পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম বলেন, শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বজুড়ে প্রশংসিত। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশই নয় সারা বিশ্বকে নেতৃত্ব দিতে পারেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘজীবী ও সুস্থতা কামনা করি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img