শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ফিলিস্তিনি তরুণদের প্রতিরোধের মুখে নাবলুস শহর থেকে পালিয়েছে ইসরাইলিরা

ফিলিস্তিনি তরুণদের ব্যাপক প্রতিরোধের মুখে পশ্চিমতীরের নাবলুস শহর থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী ও সেনারা।

রবিবার (২৬ সেপ্টেম্বর) রাতে নাবলুস শহরে এ ঘটনা ঘটে।

জানা যায়, গতকাল রাতে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা নাবলুস শহরে অবস্থিত হযরত ইউসুফ আলাইহিস সালামের মাজার পরিদর্শনে গেলে ফিলিস্তিনি মুসলিমদের সাথে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। বারোটি বাসে করে প্রায় ৫০০ ইহুদি বসতি স্থাপনকারী নাবলুস শহরে প্রবেশ করে। সংঘর্ষ শুরু হলে ইসরাইলি সেনারাও ফিলিস্তিনি তরুণদের ওপর টিয়ার গ্যাস এবং রাবার বুলেট ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করার ব্যর্থ চেষ্টা করে। এ সময় বহু ফিলিস্তিনি তরুণ একটি ভবনে জড়ো হলে সেখানে হামলা করে ইসরাইলি সেনারা। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।

ইসরাইলি সেনা ও অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা নাবলুস শহরে প্রবেশের চেষ্টা করলে রাস্তায় টায়ার জ্বালিয়ে ব্যারিকেড সৃষ্টি করা হয়। এ সময় ফিলিস্তিনিরা ইসরাইলি সেনাদের প্রতিরোধ করতে তাদের ওপর গুলি চালায়।

সূত্র: পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img