শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

হেফাজতের কর্মসূচিতে নিহত ও আহতদের প্রতি বেফাকের সমবেদনা প্রকাশ

ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে গত শুক্রবার বাদ জুম’আ জাতীয় মসজিদ বায়তুল মোকররমে তাওহীদি জনতার ওপর পুলিশ-সরকারদলীয় নেতাকর্মীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে ২৬,২৭ ও ২৮ মার্চ বি.বাড়িয়া, হাটহাজারী-সহ সারাদেশে হেফাজতের বিক্ষোভ এবং হরতাল কর্মসূচিতে নিহত ও আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেছে কওমী মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।

সোমবার (২৯ মার্চ) এক বিবৃতিতে বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক এই সমবেদনা জানান।

বিবৃতিতে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের বিভিন্ন মাদরাসার যে সকল ছাত্র এবং ইসলামপ্রিয় জনতা শাহাদাত বরণ করেছেন বা আহত হয়েছেন আমি তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। এ পরিস্থিতিতে যারা শাহাদাত বরণ করেছেন আমি মহান আল্লাহর দরবারে কায়মনোবাক্যে দুআ করি, তিনি তাদের শাহাদাত কবুল করুন।

যারা আহত হয়েছেন আল্লাহ তাদের শীঘ্র নিরাময় দান করুন। দ্বীনের খাতিরে আমাদের সকল কাজ কবুল করুন এবং দ্বীনের পথে আমাদের দৃঢ়পদ রাখুন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img