আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে একটি গাড়িবোমা হামলায় মার্কিন মদদপুষ্ট কাবুলের আশরাফ ঘানি সরকারের নিরাপত্তা বাহিনীর অন্তত তিন জন সদস্য নিহত হয়েছেন। এছাড়াও এ হামলায় আহত হয়েছেন আরো ১২ জন।
এ বোমা হামলার দায় তালেবান স্বীকার করেছে বলে দাবি করছে আফগান সরকার।
কাবুল পুলিশের মুখপাত্র ফেরদৌস ফারামার্জ এ বলেন, কাবুলের পাঘমান জেলায় ওই হামলার ঘটনায় তিনজন মারা গেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে গত শনিবার (৩ এপ্রিল) ৭৫ জন তালেবানকে হত্যা করে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের আরঘানদাব জেলা দখল করেছে কাবুলের মার্কিন মদদপুষ্ট আশরাফ ঘানি সরকার।
তালেবানদের হত্যা করার পর আরঘানদার জেলা ‘নিয়ন্ত্রণ’ নিয়েছে বলে দাবি করেছে মার্কিন মদদপুষ্ট আফগান সরকারের প্রতিরক্ষা মন্ত্রনালয়। এছাড়াও যুদ্ধে তালেবানের ৭৫ জন সদস্যের মৃত্যু বরণ করেছে বলেও দাবি করছে তারা।
নিজেদের সদস্যদের মৃত্যুদের বিষয়টি নিশ্চিত করে সেসময় প্রতিশোধ নেওয়ার হুঁমকি দিয়েছিল তালেবান।