বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

পহেলা জানুয়ারি বই উৎসব হবে না: শিক্ষামন্ত্রী

পহেলা জানুয়ারি বই উৎসব হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা, দীপু মনি।

তিনি বলেন, বই উৎসব না হলেও দেশের ৯৫ শতাংশ স্কুলে ৩১ ডিসেম্বরের ভিতর বই পৌঁছে যাবে। তবে বাকি ৫ ভাগ স্কুলে বই জানুয়ারির প্রথম সপ্তাহের ভিতর বই পৌঁছাবে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর মাতুয়াইলের পাঠ্যপুস্তক ছাপাখানায় কাজের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এ বছর থেকে নতুন কারিকুলাম শুরু হবে, তবে ভর্তি প্রক্রিয়া শেষ হবে জানুয়ারির শেষ নাগাদ। তাই ফেব্রুয়ারি থেকে নতুন কারিকুলাম শুরু করার আগে আমরা ১০০টি স্কুলে নতুন কারিকুলামের গবেষণা চালাবো ভেবেছিলাম। তবে সেটি কমিয়ে ৬০টি স্কুল করা হয়েছে।

তিনি বলেন, ওই স্কুলগুলোতে প্রাথমিক পর্যায়ে প্রথম শ্রেণির শিক্ষার্থী ও মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বই দেয়া হবে। বাকিদের জানুয়ারি মাসেই ধাপে ধাপে বই দেয়া হবে।

দীপু মনি বলেন, বিশ্বজুড়ে ওমিক্রন ছড়াচ্ছে, তবে সার্বিক বিষয় সরকার পর্যবেক্ষণ করছে। এখন পর্যন্ত পরিস্থিতি ভাল আছে। তবে মার্চে গিয়েও যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান স্বাভাবিক কার্যক্রমে ফিরবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img