কলকাতার পৌর নির্বাচনে আশাতীত সাফল্য পেয়েছে মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। এবার পরবর্তী মেয়রের নাম ঘোষণার অপেক্ষা। এদিকে কলকাতার পরবর্তী মেয়র হিসেবে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন বিদায়ী মেয়র ফিরহাদ হাকিম।
এছাড়া মেয়র হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ৮৮ নম্বর ওয়ার্ড থেকে ষষ্ঠবার জয়ী তৃণমূল সাংসদ মালা রায়। যদি তিনি মেয়র মনোনীত হন তাহলে মালাই হবেন কলকাতার প্রথম নারী মেয়র।
সূত্রের মতে, মালাকে ফের চেয়ারপারসন করা হতে পারে। তবে কে ডেপুটি মেয়র হবেন, মেয়র পরিষদে কারা থাকবেন এমন নানা প্রশ্নও ঘোরাফেরা করছে কলকাতার রাজনীতিতে। তবে সব প্রশ্নের উত্তর পেতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।
এদিকে আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাস হলে আয়োজিত বৈঠকে নবনির্বাচিত তৃণমূলের কাউন্সিলরদের ডাকা হয়।
ওই বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী, পশ্চিম বঙ্গ রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, উত্তর ও দক্ষিণ কলকাতা জেলা সভাপতি তাপস রায় ও দেবাশিস কুমার।