বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

গ্রেগরি স্কুলে হিজাব নিষিদ্ধ করে চরম ধৃষ্টতা দেখিয়েছে: খেলাফত আন্দোলন

রাজধানীর পুরান ঢাকার লক্ষ্মীবাজারের সেন্ট গ্রেগরিজ হাই স্কুল এন্ড কলেজে নারী শিক্ষিকাদের জন্য হিজাব নিষিদ্ধের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

রোববার (২০ ডিসেম্বর) বিকালে বাংলাদেশ খেলাফত আন্দোলনের এক বৈঠকে নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করেন।

নেতৃবৃন্দ বলেছেন, শতকরা ৯৫ ভাগ মুসলমানের বাংলাদেশে মুসলিম নারীদেরকে তাদের ধর্মীয় পোশাক হিজাব পরাকে নিষিদ্ধ করে গ্রেগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ধর্মীয় অনুভূতিতে আঘাত ও দেশের সংবিধান লঙ্ঘন করেছে। একটি মুসলিম দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের অন্যায় নিষেধাজ্ঞা জারি করা চরম ধৃষ্টতা। অবিলম্বে স্কুল কর্তৃপক্ষকে হিজাব নিষিদ্ধকরন নোটিশ বাতিল করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় প্রতিষ্ঠানটির মুসলিম শিক্ষার্থী ও শিক্ষকসহ দেশের তাওহিদী জনতা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলনে নামতে বাধ্য হবে।

সভায় নেতৃবৃন্দ আরো বলেন, হিজাব পরা পত্যেক মুসলিম নারীর ধর্মীয় ও নাগরিক অধিকার। কারো ধর্মীয় পোশাককে অবজ্ঞা বা নিষিদ্ধ করার অধিকার কারো নেই। মুসলিম সংখ্যাঘরিষ্ট বাংলাদেশের প্রত্যেক প্রতিষ্ঠানকে ধর্মীয় মূল্যবোধ রক্ষা করেই চলতে হবে। অন্যথায় মুসলিম পরিবারের সন্তানগণ এধরনের ইসলাম বিদ্বেষী স্কুল- কলেজে অধ্যয়ন ও অধ্যাপনা থেকে বিরত থাকতে বাধ্য হবে। মুসলমানদের দেশে ইসলাম বিদ্বেষী কোন প্রতিষ্ঠান থাকতে দেয়া হবে না।

দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা ফিরোজ আশরাফী, মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী ও মুফতি আবু বকর সিদ্দিক শরীয়তপুরী প্রমূখ।

সভায় অবিলম্বে গ্রেগরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার প্রদীপ প্লাসিড গোমেজ এর বিরুদ্ধে যথাযথ শাস্তি মুলক ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img