ফিলিস্তিনের উপর বর্বর নৃশংসতা ও আগ্রাসন অব্যাহত রেখেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এরই ধারাবাহিকতায় ফিলিস্তিনের উত্তরাঞ্চলীয় অধিকৃত পশ্চিম তীরে দেশটির এক মুসলিম যুবককে নির্মমভাবে গুলি করে শহীদ করেছে দখলদার ইসরাইলী বাহিনী।
সোমবার (১৩ ডিসেম্বর) ফিলিস্তিনের উত্তরাঞ্চলীয় অধিকৃত পশ্চিম তীরে ওই যুবককে শহীদ করেছে ইরসাইলী বাহিনী।
জানা গেছে, নিহত ব্যক্তির নাম জামিল আল-কায়াল। তার বয়স ৩১ বছর। নাবলুস নগরীর রাস আল-আইন এলাকায় সংঘর্ষ চলাকালে মাথায় গুলি লাগায় তিনি মারা যান। ফিলিস্তিনের নিরাপত্তা ও হাসপাতাল সূত্র এ খবর নিশ্চিত করেছে।
এদিকে, একইদিনে ইসরাইলী পুলিশ জানিয়েছে, সৈন্যদের সহযোগিতায় বিশেষ বাহিনীর সদস্যরা নাবলুসে সন্দেহভাজন একজনকে গ্রেফতার এবং আধা-স্বয়ংক্রিয় একটি অস্ত্র উদ্ধার করেছে।