সফলভাবে নতুন একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে পাকিস্তানের নৌবাহিনী।
বুধবার (৮ ডিসেম্বর) এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়।
দেশটির নৌবাহিনী বলেছে, এ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে নিখুঁত ও নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে।
পাকিস্তান জানিয়েছে, তারা একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করেছে।
পাকিস্তানি রাষ্ট্রীয় টিভিতে দেখানো হয়েছে একটি রকেট উৎক্ষেপণের পর পরই একদল সামরিক কর্মকর্তা ও প্রকৌশলী উল্লাস করছেন।
সূত্র : দ্য ন্যাশন