বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

নিরাপদ সড়কের দাবিতে শাহবাগে কফিন মিছির করছে শিক্ষার্থীরা

নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর শাহবাগে কফিন মিছিল করেছেন শিক্ষার্থীরা।

রবিবার (৫ ডিসেম্বর) দুপুরে শাহবাগ থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মিছিল বের করা হয়।

মিছিলটি জাতীয় জাদুঘর, গ্রন্থাগার, ঢাবির চারুকলা হয়ে টিএসসির রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। এতে বক্তব্য দেন স্টেট ইউনিভার্সিটির মাস্টার্সের ছাত্র ইনজামামুল।

তিনি বলেন, আমাদের দাবি নিয়ে অনেক মন্ত্রী-এমপি বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছেন। আমরা এর নিন্দা জানাচ্ছি। তাদের বক্তব্য জাতির সামনে ক্লিয়ার করার আহ্বান জানাচ্ছি। আমরা নিরাপদ সড়কের দাবিতে সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ধ্যা ৬টায় মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করবো।

আজকে নিরাপদ সড়কের দাবিতে ১৮ জেলায় কর্মসূচি পালিত হয়েছে। বরিশালে বাধা দেওয়া হয়েছে। ১৫ জেলায় প্রশাসকেদের নিকট স্মারকলিপি দেওয়া হয়েছে। আমরা ঢাকায় রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ে স্মারকলিপি দেবো।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img