বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

খালেদা জিয়াকে দ্রুত বিদেশ পাঠানোর পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লিভার সিরোসিস হয়েছে জানিয়ে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা জার্মানির বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার সুপারিশ করেছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।

রোববার (২৮ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা তার সর্বশেষ অবস্থা নিয়ে ব্রিফকালে এ আহ্বান জানান।

চিকিৎসকরা জানান, খালেদা জিয়ার যকৃত বা লিভারে রক্তক্ষরণ হচ্ছে। একবার এই রক্তক্ষরণ সামাল দেওয়া গেছে। তবে এখন তার যে অবস্থা, সেটি দ্বিতীয়বার সামাল দেওয়া কঠিন হবে। বাংলাদেশে দু-তিনবার রক্তক্ষরণ সামাল দেওয়ার কারিগরি সুযোগ নেই।

ব্রিফিংয়ে খালেদা জিয়ার রোগ নিয়ে প্রাথমিক একটি বর্ণনা দেন ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ফখরুল মোহাম্মদ সিদ্দিকী (এফ এম সিদ্দিকী।)

খালেদা জিয়ার পেট থেকে চাকা চাকা রক্ত যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ইউনাইটেড হাসপাতালে একবার রক্ত দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছে। কিন্তু এ ধরনের রোগীকে বারবার রক্ত দেওয়া সম্ভব নয়। আশঙ্কা করছি, আবার যদি ব্লিডিং হয় তাহলে এটা কন্ট্রোল করা সম্ভব হবে না। ব্লিডিং হয়ে মৃত্যুঝুঁকি আরও বেড়ে যাবে।

ইন্টারভ্যানশনাল গ্যাস্ট্রো অ্যানালিস্ট চিকিৎসক আরেফিন সিদ্দিক লিভারে রক্তক্ষরণ ঠেকাতে চিকিৎসা পদ্ধতি তুলে ধরে বলেন, এটা একটা হাইলি টেকনিক্যাল কাজ। বাংলাদেশে এমন কোনো রোগী আমরা দেখিনি, যার দুই থেকে তিনবার এটা করা হয়েছে।

কোথায় এর চিকিৎসা করা যায়—এমন প্রশ্নে তিনি বলেন, এটা আমেরিকা বা ইউরোপবেজড, বিশেষ করে ইউকে, জার্মানি ইউএসএতে কিছু সেন্টার আছে। সেটাও দেশজুড়ে ছড়িয়ে ছিটিয়ে নেই, দু-একটি সেন্টার আছে।

ডা. এফ এম সিদ্দিকী বলেন, উনার হিমোগ্লোবিন লেভেল প্রথমবার নেমে গিয়েছিল ৫ দশমিক ৫-এ। পরে আমরা সেটাকে চার ব্যাগ রক্ত দিয়ে ৯/১০-এর কাছাকাছি নিয়ে গিয়েছিলাম। সেটা আবার কমে এসেছিল ৭ দশমিক ৮ -এ। ব্লিডিংয়ের একটা ইম্পরট্যান্ট ব্যাপার হচ্ছে, অনেক রক্ত দিয়ে হিমোগ্লোবিন বাড়াতে পারবেন না। তাহলে সেটা আবার রিব্লিট করবে। এ কারণে হিমোগ্লোবিনকে একটা লেভেলের মতো ধরে রাখতে হয়।

তিনি বলেন, আবার যদি রিব্লিডিং হয়, তবে সে বিল্ডিংকে কন্ট্রোল করার মতো বা বন্ধ করার মতো সাপোর্টেড টেকনোলজি আমাদের এখানে নেই। সেক্ষেত্রে ব্লিডিং হয়ে উনার মৃত্যুঝুঁকি অনেকটা বেড়ে যাবে। বিল্ডিংটা এখন বন্ধ হয়ে আছে। যে রিব্লিড করছে, তাতে ধরে নিতে পারেন আবার রিব্লিড করবে। সেই রিব্লিডিং এর চান্স আগামী ছয় সপ্তাহে হওয়ার সম্ভাবনা ৭০ শতাংশের বেশি। তার মানে আপনাকে ধরে নিতে হবে রিব্লিড করবে। আমরা অনেকটা অসহায় ফিল করছি। এটা তৃতীয়বারের মতো উনার ব্লিডিং হইছে। এই ব্লিডিং আমরা যে রক্ত দেখেছি এ রকম ব্লিডিং হলে যার হার্ট ফেইলর, হিমোগ্লোবিন কমে যায়। যার ডায়বেটিস আছে এবং এতো জটিলতার মধ্যে কিডনির ডিজিজ আছে উনার এনাল ফেইলর হয়ে যায়। এটাকে আমরা কীভাবে সাসটেইন করবো, যদি প্রেসারটা টিপস দিয়ে না কমাতে পারি।

তিনি আরও বলেন, আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছি, উনাদের রিলেটিভদেরকে জানিয়েছি। কারণ এখনো সময় আছে। কিন্তু একটা সময় আছে, যখন শিফট করাও অসম্ভব হয়ে যেতে পারে। চারমাস আগে ম্যাডামকে যদি বিদেশে নেওয়া হতো, তাহলে হয়তো এই ব্লিডিং তাকে ফেস করতে হতো না। উনি গত ১২ সেপ্টেম্বর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় চলে এসেছিলেন। বাসায় আসার পর কিছুদিন ভালো ছিলেন। হঠাৎ খুব দুর্বল হয়ে পড়েছিলেন। এতোই দুর্বল যে, কয়েক কদম হাঁটতে গিয়েই হাঁপিয়ে উঠছিলেন। যখন এ রকম একটা অবস্থা হঠাৎ আমরা দেখেছি, তখন আমি এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন এসে উনাকে পর্যবেক্ষণ করেছি।

‘আমরা দেখলাম, ম্যাডাম ফ্যাকাসে ও অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন। আমরা সেদিন শুক্রবার রাত ২টার দিকে উনার ব্লাড স্যাম্পল বাসা থেকে নিয়ে টেস্ট করাতে দিই। সকালে রিপোর্টে আমরা দেখতে পেলাম, উনার হিমোগ্লোবিনটা কয়েকদিন আগেও যা ছিল, তা ড্রপ করে গিয়েছে। উনার কন্ডিশন দেখে আমাদের মনে হয়েছে উনাকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে।’

ডা. এফ এম সিদ্দিকী বলেন, আমরা এর আগে বলেছিলাম যে উনার অন্যান্য কতোগুলো নতুন রোগ, যেগুলো আগে কখনো ডায়াগনস্টিক হয়নি সেগুলো আমরা করেছি। উনাকে বিকেল ৪টায় আমরা এভারকেয়ারে ভর্তি করে ইমার্জেন্সি ভিত্তিতে কেবিনে নিয়ে গেলাম। সেখানে রাত ৯টা ২০ মিনিটে হঠাৎ উনার ম্যাসিব রক্তবমি হয়। রক্তবমি হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত সেখানে যাই। সঙ্গে সঙ্গে আমরা লাইফ লাইন চালু করি। ফ্লুইট দেওয়া হয়। দ্রুত ব্লাড স্যাম্পল নেওয়া হয়।

তিনি বলেন, মনোবল উনার অনেক দৃঢ়। উনি আমাদের যথেষ্ট বিশ্বাস করেন। এছাড়া আমাদের আর কিছু করার উপায় নেই। আল্লাহর রহমতে আমরা সেখান থেকে বের হয়ে এসেছি। দ্যাট টাইম উই ওয়ার কনফিডেন্ট। কিন্তু দিস টাইম আমরা হেল্পলেস ফিল করছি। বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য মিলিয়ে অন্তত ১৭-২৩ জনের মেডিকেল টিম কাজ করছে চিকিৎসা বোর্ডে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. এ জেড এম জাহিদ হোসেন, প্রফেসর ডা. এ কিউ এম মহসিন, প্রফেসর ডা. নূর উদ্দিন, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img