সৌদি আরবের মদিনাতে বাস ও ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছে আরও ৪৮ জন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ নভেম্বর) মধ্যরাতে মদিনার আল-হিজরাহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মদিনা শহর থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে আল-ইয়ুতামাহ শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন ৪৮ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
রেড ক্রিসেন্টের সৌদি প্রতিনিধি খালেদ আল-সেহেলি জানান, দুর্ঘটনার খবর পেয়ে আশপাশের কয়েকটি প্রদেশ থেকে ২০টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে যায়। মদিনার পাশাপাশি মক্কা ও কাসিম থেকেও উদ্ধারকারী টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।
মক্কা ও মদিনার মধ্যে একটি ব্যস্ততম সড়ক হলো আল-হিজরাহ। হজযাত্রী ও অন্যান্যরা দুটি পবিত্র মসজিদে যাতাযাত করতে সড়কটি ব্যবহার করে থাকেন। এর একটি হচ্ছে মক্কায় অন্যটি মদিনায়।