তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারকে সমর্থন জানিয়েছে দেশটির শিয়া ধর্মাবলম্বী হাজারা সম্প্রদায়।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাজধানী কাবুলে সহস্রাধিক হাজারা তালেবান নেতাদের সঙ্গে সভা করে নিজেদের সমর্থন জানান।
ওই সভায় সিনিয়র হাজারা নেতা এবং আফগানিস্তানের সাবেক সংসদ সদস্য জাফর মাধবি বলেন, সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি আফগানিস্তানের ইতিহাসে অন্ধকারতম অধ্যায়। আফগানিস্তানের কোনো স্বাধীনতা ছিল না। বিদেশি দূতাবাসগুলো সরকারের প্রতিটি বিষয় নিয়ন্ত্রণ করত।
তিনি বলেন, সমস্ত প্রশংসা আল্লাহর, আমরা সেই অন্ধকার যুগ পার করে এসেছি।
শিয়া ধর্মাবলম্বী হাজারা এ নেতা বলেন, যুদ্ধ সমাপ্তির সঙ্গে সঙ্গে আফগানিস্তানে দুর্নীতির পরিসমাপ্তি ঘটেছে, নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে।