স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমাদের ওষুধ শিল্প ভালো আছে। বিদেশে ওষুধ রফতানি হচ্ছে। মান ভালো বলেই রফতানি হচ্ছে। এর পেছনে ডিজিডিএ’র একটা অবদান আছে।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকালে রাজধানীর মহাখালীতে ‘বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ ২০২১’ দিবস উপলক্ষে ঔষধ প্রশাসন অধিদফতর আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জাহিদ মালেক বলেন, আমরা চাই নতুন নতুন অ্যান্টিবায়োটিক আসুক। কিন্তু নতুন অ্যান্টিবায়োটিক খুব বেশি আসছে না। কাজেই যেগুলো আছে সেসবের কার্যকারিতা আমাদের বজায় রাখতে হবে। তা না হলে আমাদের অনেক সমস্যায় পড়তে হতে পারে। আশা করি, এ বিষয়ে আমাদের ওষুধ প্রশাসন যথাযথ ভূমিকা রাখবে।