মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

আফগানিস্তানের ১৭ প্রদেশে নতুন গভর্নর নিয়োগ দিয়েছে তালেবান সরকার

আফগানিস্তানের ১৭ প্রদেশে নতুন গভর্নর নিয়োগ দিয়েছে তালেবানের নেতৃত্বাধীন সরকার।

সোমবার নতুন এই গভর্নরদের নিয়োগ দেয়া হয় বলে তালেবানের প্রধান মুখপাত্র ও আফগান তথ্য উপমন্ত্রী জবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে এই তথ্য জানান।

বিবৃতিতে তিনি জানান, তালেবানের সর্বোচ্চ নেতা বা আমিরুল মুমিনীন শাইখুল হাদীস মালানা হিবাতুল্লাহ আখুন্দজাদার আদেশে এই নিয়োগ দেয়া হয়।

নতুন গভর্নর নিয়োগ করা প্রদেশগুলো হলো, বাদাখশান, পাকতিয়া, কাবুল, কুন্দুজ, বাগলান, লগার, পাকতিকা, বামিয়ান, উরুজগাঁ, ফারাহ, সারি পুল, জাওজজান, মাইদান ওয়ারদাক, জাবুল, ফারইয়াব, নিমরোজ ও গজনি।

এছাড়া ১৫ প্রদেশে উপ প্রাদেশিক গভর্নর ও ১০ প্রদেশে পুলিশ প্রধান নিয়োগ দেয়া হয়েছে বলে জানান জবিহুল্লাহ মুজাহিদ।

সূত্র : তোলো নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img