নির্বাচন, অ্যালকোহল, প্রেসক্রাইব করা ওষুধ ও জুয়ার বিজ্ঞাপন নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে ইউটিউব।
সোমবার (১৪ জুন) ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব জানায়, এই ধরনের বিজ্ঞাপন নিষিদ্ধ করবে তারা।
অন্যান্য বিজ্ঞাপনের পাশাপাশি এই বিজ্ঞাপনগুলোও ইউটিউবের ওয়েবসাইট এবং অ্যাপের ওপরে মাস্ট হেড হিসেবে প্রদর্শিত হয়ে থাকে। নিজেদের ঘোষণা অনুযায়ী, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ইউটিউবের মাস্ট হেডে নির্বাচন, অ্যালকোহল ও জুয়াসংক্রান্ত বিজ্ঞাপন আর দেখা যাবে না।
ইউটিউবের হোম পেজে প্রদর্শিত বিজ্ঞাপন থেকে বেশ ভালো অঙ্কের অর্থ আয় করে ভিডিও স্ট্রিমিং এ প্ল্যাটফর্মটি। এ সুযোগ নিয়ে অনেক বিজ্ঞাপনদাতা নির্বাচন, অ্যালকোহল, প্রেসক্রাইব করা ওষুধ ও জুয়ার বিজ্ঞাপন দিয়ে থাকে। কিন্তু সম্প্রতি এই ধরনের বিজ্ঞাপন নিষিদ্ধ করার ঘোষণা দিল ইউটিউব কর্তৃপক্ষ।
সূত্র : সিএনএন