শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

বাণিজ্যিক ক্ষেত্রে শ্রদ্ধা, জাতীয়তা ও ধর্মের প্রতীক ব্যবহার নিষিদ্ধ করলো সৌদি

বাণিজ্যিক ক্ষেত্রে শ্রদ্ধা, জাতীয়তা ও ধর্মের প্রতীক ব্যবহার নিষিদ্ধ করলো সৌদি আরব।

সৌদি বাণিজ্যমন্ত্রী ড. মাজেদ আল ক্বাসাবী এবিষয়ে দিকনির্দেশনা জারি করেন।

তিনি সংবাদমাধ্যমকে জানান, সৌদি আরব ধর্ম ও জাতীয়তার পাশাপাশি মানুষের নিকট যা কিছু শ্রদ্ধার সেসবের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে বদ্ধপরিকর। তাই বাণিজ্যিক পণ্যে, প্রচার-প্রচারণায় ও সংশ্লিষ্ট ক্ষেত্রসমূহে এসবের প্রতীক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ব্যবহার করা যাবে না খেজুর, তরবারী ও কালেমার পতাকাও।

তিনি আরো বলেন, সিদ্ধান্তটি গেজেট আকারে প্রকাশের ৯০ দিন পর থেকে এই আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা নিতে পারবে সৌদি প্রশাসন। নতুন আইনের সাথে ব্যবসা-বাণিজ্যকে সামঞ্জস্যপূর্ণ করে নিতে নির্ধারিত সময়ের পরও অতিরিক্ত সময় দেওয়া হতে পারে।

উল্লেখ্য, সৌদি সরকারের এই আইনের ফলে এখন থেকে ফিলিস্তিনের মতো দেশকে সমর্থন জানানোর উদ্দেশ্যে পণ্যে এবং পণ্যের বিজ্ঞাপনে সাদা কালো ডোরাকাটা কুফিয়া, যাইতুন, তরমুজের ন্যায় জাতীয়তার প্রতীক ব্যবহার করা যাবে না। ফ্যাশন হাউজগুলোও পারবে না এমন পোশাক বানাতে যা ধর্ম, জাতীয়তা কিংবা লোকজনের শ্রদ্ধার বস্তুর চিহ্ন বহন করে। অথচ কালেমা ও বিভিন্ন ধর্মীয় বার্তা সম্বলিত ক্যাপ, টি-শার্ট বর্তমান বিশ্বের মুসলিমদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে।

অপরদিকে পোশাক ও পণ্য ইত্যাদিতে ফিলিস্তিন জাতীয়তা ও মুক্তির প্রতীক ব্যবহারের মাধ্যমে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দিয়ে যাচ্ছে মুসলিম-অমুসলিম পুরো বিশ্ব।

সিদ্ধান্তটি এমন সময়ে আসলো যখন বিশ্বের খ্যাতিমান শিল্পীদের কনসার্ট বিশিষ্ট ফ্যাশন উইক আয়োজন করে তুমুল সমালোচনার মুখে পড়েছে মক্কা-মদিনার দেশ সৌদি। কনসার্ট বিশিষ্ট ফ্যাশন উইকের র‍্যাম্প এমনভাবে সাজানো হয়েছিলো যে, মাঝখানে ছিলো আল্লাহর ঘর কা’বার আদলে তৈরি একটি চারকোণ বিশিষ্ট কাঠামো। জেনিফার লোপেজ, কেমিল্লা ক্যাবেল্লোর মতো অর্ধ বসনাবৃত বিশ্ব নন্দিত সঙ্গীত শিল্পীদের গানের তালে যা প্রদক্ষিণ করে যাচ্ছিলো অরুচিকর পোষাকাবৃত বিশ্বের শীর্ষ মডেলরা।

সূত্র: গাল্ফ নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img