বিশ্বজুড়ে করোনার ভয়াবহতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ভারত এই তালিকায় দীর্ঘদিন ধরে পিছিয়ে থাকলেও সম্প্রতি করোনা ভাইরাস ভয়ঙ্কর রূপ ধারণ করে দেশটিতে। ভারতে প্রতিদিনই হাজার হাজার করোনা রোগীর মৃত্যুসহ আক্রান্ত হচ্ছে লক্ষাধিক পরিমাণ। এমতাবস্থায় দেশটির বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে অস্থায়ীভাবে শ্মশান নির্মাণের কাজ।
ইতোমধ্যে দেখা দিয়েছিল অক্সিজেন সঙ্কট। এটি নিরসন না হতেই লাশ দাহ করার জন্য চিতায় ফুরিয়েছে কাঠের মজুদ।
রাজধানী দিল্লির অবস্থা এতটাই সঙ্গীন যে খোলা মাঠ, পার্ক-এমনকি গাড়ি পার্কিংয়ের জায়গাতেও অস্থায়ী শ্মশান তৈরির ব্যবস্থা করতে হচ্ছে। কারণ যেসব সরকারি শ্মশান দিল্লিতে রয়েছে, তারা আর চাপ নিতে পারছে না।
দিল্লির সারাই কালে খান শ্মশানের ভেতর খালি জায়গায় গত কদিনে নতুন ২৭টি দাহ করার বেদি তৈরি করা হয়েছে। শ্মশানটির লাগোয়া পার্কে আর ৮০টি বেদি তৈরি হয়েছে।