বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

সিরিয়ায় বাশার আল আসাদের বর্বরতা: অপেক্ষার প্রহর গুনে ফাঁসিতে ঝুলল ২৪ জন শিশু

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের নির্দেশে মৃত্যুর প্রহর গুনে ফাঁসিতে ঝুলেছে ২৪ জন শিশু।

২০১২ সালের সন্ত্রাস বিরোধী আইনের অধীনে এসব শিশুদেরকে গ্রেফতার করা হয়েছিল। যেহেতু ১৮ বছর না হলে ফাঁসি দেওয়ার আইন নেই, তাই কোন ধরনের বিচার ছাড়াই তাদের আটকে রাখা হয়েছিল সিরিয়ার জেলখানায়। বয়স ১৮ হলেই তাদের পাঠানো হয় সামরিক আদালতে। এরপর দেওয়া হয় ফাঁসি।

সাম্প্রতিক সিরিয়ার অনুসন্ধানী সাংবাদিকতা ইউনিটের (সিরাজ) এক প্রতিবেদনে এমন বিষ্ফোরক তথ্য উঠে এসেছে। অভ্যন্তরীণ সূত্র, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের সাক্ষাৎকারের মাধ্যমে এসব তথ্য প্রকাশ করেছে অনুসন্ধানী সাংবাদিকদের একটি টিম।

এই অনুসন্ধানে উঠে এসেছে সিরিয়ার ২৫ জন শিশুর নাম। যারা গ্রেফতারের পর হঠাৎ অদৃশ্য হয়ে যায়।

অনুসন্ধানে জানা যায়, সামরিক আদালতের নির্দেশে এসব শিশুদের মধ্যে ২৪ জনের ফাঁসি কার্যকর করা হয়েছে। শুধু তাই নয়, অপ্রাপ্তবয়স্ক হিসেবে তাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে।

অনুসন্ধানে, নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এই ব্যক্তি সিরিয়ার সামরিক পুলিশে বাধ্যতামূলক তিন বছর সেবা দিয়েছেন। এই সময়কালে তিনি কারাগারে থাকা বন্দীদের মামলার নথিপত্র ও ইমেইল সংক্রান্ত বেশ কিছু দায়িত্ব পালন করেছিলেন।

অনুসন্ধানী সাংবাদিকদের তিনি জানিয়েছেন, দায়িত্বরত অবস্থায় ৬ হাজারেরও বেশি মামলার নথিপত্র তিনি দেখেছেন। যাদের সকলেই ছিল মৃত্যুদন্ডের আদেশ প্রাপ্ত ও ১৮ বছরের নিচে।

তিনি ধারণা করছেন, এই সংখ্যাটি মোট সংখ্যার অতি সামান্য একটি অংশ মাত্র। একই কাজে নিযুক্ত অন্যান্য কর্মকর্তারা সম্ভবত আরো বেশি বন্দিদের মামলার নথিপত্রের তদারকি করেছেন।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img