শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

নিহত ইসরাইলি সৈন্যের সংখ্যা গোপন করছেন নেতানিয়াহু : দাবি বিরোধী দলের

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে নিহত ও আহত সৈনিকের সংখ্যা গোপন করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন দেশটির বিরোধীদলের প্রধান নেতা।

সোমবার (২৮ অক্টোবর) ইসরাইলের বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ এ অভিযোগ আনেন।

বিরোধী দলেরনেতা লাপিদ আরও বলেন, এই মুহূর্তে নেতানিয়াহুর সরকার কোন কার্যকরী পদক্ষেপ না নিলে হতাহতের সংখ্যা আরও বাড়বে।

তিনি বলেন, নিহতের সঠিক সংখ্যা সামনে আনা হচ্ছে না। গত এক বছরে হামাসের হাতে ১২ হাজারেরও বেশি সৈন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে নিহত হয়েছে ৮৯০ জন। আহত হয়েছে আরও ১১ হাজার সেনা।

এদিকে ইসরাইলি সরকার বলেছে, চলমান যুদ্ধে ৭৭২ জন সেনা নিহত হয়েছে এবং প্রায় ৫ হাজার ১০০ সেনা আহত হয়েছে।

সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img