জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মাদ উল্লাহ জামীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকাল ৩ টার দিকে শহরের সতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক।
তিনি জানান, গত ২৮ মার্চ কিশোরগঞ্জে হেফাজতে ইসলামের হরতালের ঘটনায় দায়ের করা মামলার তিনি একজন আসামি। বাসা থেকে পালিয়ে যাওয়ার সময় আজ বিকাল ৩টার দিকে শহরের সতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি হেফাজতে ইসলামের সাবেক নির্বাহী সদস্য এবং জমিয়তে ওলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব পদে দায়িত্ব পালন করছিলেন।