বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

ভারতে করোনা বিপর্যয়, সৌদি দিচ্ছে অক্সিজেন; হিন্দুত্ববাদীদের মুখে তালা

ঘটনা ১

ভারতবর্ষের করোনা রোগীদের জন্য অক্সিজেন আনতে হচ্ছে সৌদি আরব থেকে। পশ্চিম এশিয়ার সংযুক্ত আরব আমিরশাহী থেকেও। সৌদি আরব থেকে আশি মেট্রিক টন অক্সিজেন নিয়ে জাহাজ ইতিমধ্যেই রওনা হয়েছে ভারতবর্ষের মুন্দ্রা বন্দরের দিকে। সৌদি আরবের ভারতীয় দূতাবাস ট্যুইট করে যা জানিয়েছে সেই অনুযায়ী এই অক্সিজেনবাহী জাহাজ ভারতবর্ষে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে কেন্দ্রের শাসক দলের বিশেষ ঘনিষ্ট বলে পরিচিত আদানি গোষ্ঠী।

তাহলে যদি মুসলিম দেশ সৌদি আরব থেকে অক্সিজেন এনে ভারতের, বা আরও নির্দিষ্ট করে বলতে গেলে গুজরাটের করোনা আক্রান্ত মানুষদের প্রাণ বাঁচাতে হয়, তাহলে আরএসএস বা বিজেপির বর্ণিত হিন্দু রাষ্ট্রের কি হবে? সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরশাহী, দুটোই তো মুসলিম রাষ্ট্র। এতদিন ধরে যে মুসলিম বিদ্বেষ বা পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের বিরুদ্ধে বক্রোক্তি বা কটাক্ষ গেরুয়া শিবিরের নেতারা করে এসেছেন, সেগুলোর কি হবে? আমরা কি ভুলে যাব বেঙ্গালুরুর সাংসদ এবং বিজেপির যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য এর আগে আরব দেশগুলির মুসলিম মহিলাদের নিয়ে কি মন্তব্য করেছিলেন? সেই সময়েই প্রায় সবকটা আরব দেশ তেজস্বী সুর্য-র সেই মন্তব্যের এমন প্রতিবাদ করেছিল যে বিজেপির তরুণ তুর্কি নেতাকে সেই ট্যুইট মুছে ফেলতে হয়েছিল।

ঘটনা ২

সেই নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি নিয়ে বিতর্কের সময় থেকেই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার এমন সব মন্তব্য করেছেন যার জেরে নয়াদিল্লি এবং ঢাকার মধ্যে সম্পর্ক তিক্ত হয়েছে। তিনি বাংলাদেশী অনুপ্রবেশকারীদের উইপোকা বলার পরে বাংলাদেশ সরকারের তরফে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছিল। এর পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে ঢাকা গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছিলেন খোদ নরেন্দ্র মোদী। কিন্তু আবার পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে এসে অমিত শাহ একটি প্রধান সংবাদপত্রের ডিজিটাল সংস্করণকে দেওয়া সাক্ষাৎকারে ফের মন্তব্য করেছিলেন বাংলাদেশের সীমান্ত এলাকায় অর্থনৈতিক তেমন উন্নয়ন হয়নি বলে সেখান থেকে দলে দলে লোক ভারতবর্ষে ঢুকে আসে। পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারের সময় ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর এহেন বেফাঁস মন্তব্য আবার যতেষ্ট বিতর্ক তৈরি করে। বাংলাদেশের বিদেশমন্ত্রী আবারও কড়া বিবৃতি দেন।

রাজনীতির কি আশ্চর্য সমাপতন দেখুন, রবিবার সেই বাংলাদেশ রীতিমত বিবৃতি দিয়ে ভারতের সঙ্গে সব স্থল সীমান্ত বন্ধ করে দিয়েছে, যাতে আমাদের থেকে কোভিড সংক্রমণ সেদেশে না ছড়ায়। তাহলে এই যে এতদিন বিজেপির নেতারা পশ্চিমবঙ্গে এসে হুংকার ছাড়তেন, এই রাজ্যে ক্ষমতা দখল করলে তারা সীমান্তে এমন বন্দোবস্ত করবেন যে বাংলাদেশ থেকে পাখিও গলে এদেশে আসতে পারবে না, কোভিডের এই পৃথিবীতে তো তার উলটপূরণ হযে গেল!

করোনার এই দ্বিতীয় ঢেউ এবং ভারতবর্ষে করোনা রোগীদের অসহয়তা আসলে শুধু কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক ব্যর্থতাকেই সামনে এনে দেয়নি, একই সঙ্গে আরএসএস এবং বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির অন্ত:সার শূন্যতাকেই প্রকাশ করে দিয়েছে। আরএসএস এবং বিজেপির হিন্দি-হিন্দু-হিন্দুস্তান, এই স্লোগানকেও বেআব্রু করে দিয়েছে। যে সংগঠন এবং যে দলের রাজনীতি সবসময় মুসলিম অথবা খ্রিষ্টানদের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে এবং বিদ্বেষের কথা বলে, সেই গেরুয়া শিবিরের সরকারের কেমন লাগছে মুসলিম দেশগুলির কাছ থেকে হাত পেতে অক্সিজেন নিতে?

আরএসএস এবং বিজেপি মূলত সাম্প্রদাযিক মেরুকরণের রাজনীতিতে বিশ্বাস করে। সেই কারণেই বিজেপিতে যোগ দেওয়ার পরে শুভেন্দু অধিকারীকে এতবার মেরুকরণের লক্ষ্যে পাকিস্তানের কথা বলতে হয়। কারণ শুভেন্দু এটাই শিখেছেন যে মুসলিমদের ভয় দেখাতে হবে এবং বিপরীত দিকের সব হিন্দু ভোটকে এককাট্টা করাই গেরুয়া শিবিরের হিন্দুত্ববাদী রাজনীতি। এই যে হিন্দুত্ববাদী রাজনীতির ‘আর্কিটাইপ’ এতদিন ধরে বিজেপি এবং গেরুয়া শিবির তৈরি করেছিল তাকে তো এই করোনার সময় একেবারে চুরমার করে দিয়ে চলে গেল। করোনা কাল, বিশেষ করে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় বিজেপি সরকারের অসহয়তা তো আবার প্রমাণ করে দিল এই হিন্দুত্ববাদী রাজনীতি আসলে কতটা অসার।

সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরশাহী থেকে অক্সিজেন নিয়ে আসার সময় মোদি-শাহের বিশেষ ঘনিষ্ঠ আদানিরা নিশ্চয় তো ‘জয় শ্রীরাম’ স্লোগান দেননি! তাহলে যাঁরা চান না, তাঁদের কানের কাছে জয় শ্রীরাম স্লোগান দিয়ে গেরুয়া শিবিরের নেতা-কর্মীরা কি প্রমাণ করতে চান?

লেখক: সুমন ভট্টাচার্য।
সূত্র: কলকাতা24×7

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img