যশোর জেনারেল হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া ১০ করোনা আক্রান্ত রোগীকে পুলিশের স্ব স্ব ইউনিটের মাধ্যমে শনাক্ত করে হাসপাতালে ফেরত আনার ব্যবস্থা করা হয়েছে। আক্রান্তদের মধ্যে অন্তত ৮ জনকে সোমবার রাতের মধ্যেই হাসপাতালে ফেরত আনা হয়। বাকি দুজনকে রাতেই অথবা মঙ্গলবার সকালে হাসপাতালে ফেরত আনা হবে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
দিলীপ কুমার জানান, রাত পৌনে ১১ টার মধ্যেই পালিয়ে যাওয়া ৬ জনকে চিহ্নিত করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে যশোরের ৪ জন এবং খুলনার দুইজন রয়েছেন। অপর দুজনকে আনা হয়েছে সাতক্ষীরা থেকে।
এর আগে, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ভারত থেকে আসা ৭ জন এবং অভ্যন্তরীণ তিন জন এই মোট ১০ জনকে পুলিশের স্ব স্ব ইউনিটের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। তাদের সকলকেই বাড়ি থেকে যশোরে আনা হচ্ছে এবং যশোর জেনারেল হাসপাতালে ফের ভর্তির ব্যবস্থা করা হচ্ছে।