বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

বৃহস্পতিবার থেকে গণপরিবহন চালুর চিন্তা: ওবায়দুল কাদের

আগামী বৃহস্পতিবার (২৯ এপ্রিল) থেকে জনস্বার্থ বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে সরকার গণপরিবহন চালুর চিন্তা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২৪ এপ্রিল) বরিশাল সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএ‘র কর্মকর্তাদের সঙ্গে ভার্চ্যুয়ালি এক মতবিনিময় সভায় তিনি একথা জানান।

ওবায়দুল কাদের বলেন, জনস্বার্থ বিবেচনায় গণপরিবহন চালু হলেও স্বাস্থ্যবিধি মানতে হবে। বিধিনিষেধ শিথিল করার পরও সবাইকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে বাধ্যতামূলক করতে হবে।

অর্ধেক আসন খালি রেখে গণপরিবহনে যে ভাড়া নির্ধারণ করা ছিল তার থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে শাস্তির আওতায় আনা হবে।

তিনি বলেন, করোনার সাথে লড়াই করার পাশাপাশি উন্নয়ন কাজও নিশ্চিত করতে হবে স্বাস্থ্য বিধি মেনে। লকডাউন শিথিল হলেও স্বাস্থ্য বিধি মানতে হবে কঠোরভাবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img