করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে আজ দুপুরে বাসভবনে যাচ্ছে তার ব্যক্তিগত চিকিৎসক দল।
মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় যাওয়ার কথা রয়েছে চিকিৎসক দলের। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ম্যাডামের শরীরে করোনার কোনো উপসর্গ নেই। তবে শরীরের অভ্যন্তরে কোনো সমস্যা সৃষ্টি হচ্ছে কি-না তা জানতে নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। আমরা তার স্বাস্থ্য পরীক্ষা করতে আজ বেলা আড়াইটার দিকে তার বাসভবনে যাব।
এর আগে গতকাল সোমবার বিকালে গুলশানের বাসা ফিরোজায় বিএনপি চেয়ারপারসনকে দেখতে যান তার ব্যক্তিগত চিকিৎসক দল। বিকাল ৫টায় মেডিকেল বোর্ডের সদস্যরা ফিরোজায় প্রবেশ করেন।
এসময় অনলাইনের মাধ্যমে আরো কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং লন্ডন থেকে ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানও যুক্ত হয়েছিলেন।