করোনার দ্বিতীয় ধাপের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বৃহস্পতিবার (৮ এপ্রিল) থেকে। কিন্তু মোবাইলে ক্ষুদে বার্তা না আসলে এই ডোজ না দিতে সিভিল সার্জনদের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একাধিক জেলার সিভিল সার্জনরা এ তথ্য নিশ্চিত করেছে।
অথচ স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা ছিলো প্রথম টিকা নেয়ার আট সপ্তাহ পেরোলেই দ্বিতীয় ডোজ নেয়া যাবে।
সিভিল সার্জনরা জানিয়েছেন, বিভিন্ন জেলায় এখনো দ্বিতীয় ডোজের জন্য পর্যাপ্ত চালান না পৌঁছানোয় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গত ২৭শে জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের এক সেবিকাকে টিকা দেয়ার মাধ্যমে শুরু হয় করোনার ভ্যাকসিন প্রদান কার্যক্রম।
এরপর, ৭ই ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণহারে টিকাদান কর্মসূচি শুরু হয়। তার দুই মাস পর বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে দ্বিতীয় ডোজ। অনেকেই এরইমধ্যে মুঠোফোনে ক্ষুদে বার্তাও পেয়েছেন।