ভারতের বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে গত ২৬ মার্চ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তাওহীদি জনতার সাথে সরকার দলীয় নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষের ঘটনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম এবং যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সেক্রেটারি মাওলানা মামুনুল হকসহ ১৭ জনের বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উপ-দপ্তর সম্পাদক খন্দকার আরিফুজ্জামান কর্তৃক বিস্ফোরক আইনে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য আগামী ২৭ মে তারিখ ধার্য করেছে আদালত।
মঙ্গলবার (৬ এপ্রিল) পল্টন থানায় দায়ের করা ওই মামলার এজাহার আদালতে জমা পড়লে মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল তা গ্রহণ করে প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেন।
বিষয়টি রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান গণমাধ্যমকে নিশ্চিত করেন।
এদিকে হেফাজত নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ কমিশনার সৈয়দ নুরুল ইসলাম।
তিনি বলেন, নৈরাজ্যে জড়িত থাকার প্রমাণ পেলে কেউ ছাড় পাবে না। প্রমাণ পেলেই তাদেরকে গ্রেফতার করা হবে।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা নুরুল ইসলাম ও যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগরের সেক্রেটারি মাওলানা মামুনুল হকসহ মামলার অন্যান্য আসামিরা হলেন, হেফাজতের নায়েবে আমীর মাওলানা সাজিদুর রহমান, নায়েবে আমীর মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, হেফাজতের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা লোকমান হাকিম,
যুগ্ম-মহাসচিব মাওলানা নাসির উদ্দিন মনির, সহকারী মহাসচিব মাওলানা জসিম উদ্দিন, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, অর্থ সম্পাদক মুফতী মনির হোসাইন কাসেমী, সহকারী দাওয়াহ সম্পাদক মাওলানা মুশতাকুন্নবী কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা যাকারিয়া নোমান ফয়েজী, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মাসুদুল করিম, মাওলানা ফয়সাল আহমেদ, মাওলানা হাফেজ জোবারের এবং মাওলানা হাফেজ তৈয়ব।
হেফাজত নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত ওই মামলার অভিযোগপত্রে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উপ-দপ্তর সম্পাদক খন্দকার আরিফুজ্জামান দাবি করেন যে, গত ২৬ মার্চ দুপুরে তিনি বায়তুল মোকাররম মসজিদে সাড়ে ১২টার দিকে জুম’আর নামাজ পড়তে গিয়েছিলেন। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও বি.বাড়িয়ার হেফাজত নেতারা সেদিন বাদ জুম’আ বায়তুল মোকাররমে এসে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে বলেও দাবি করেন যুবলীগের ওই নেতা।