প্রায় এক সপ্তাহ ধরে সুয়েজ খালে আটকে রাখা ‘এভার গিভেন’ জাহাজটিকে আপ্রাণ চেষ্টার পর ভাসানো গেলেও বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান পথটি আটকে রাখায় যে ক্ষতি হয়েছে, সেটার জন্য কঠোর শাস্তির মুখে পড়তে পারেন ওই জাহাজে থাকা ক্যাপ্টেন-নাবিকরা, যারা সকলেই ছিলেন ভারতীয় নাগরিক।
জাহাজটি কেন সুয়েজ খালে আটকে গিয়েছিল, তা নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে মিসর কর্তৃপক্ষ। ভারতের জাহাজ চলাচল শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন, ওই ঘটনার জেরে ভারতীয় নাবিকরা ফৌজদারি মামলার মুখোমুখি হতে পারেন।
ইতোমধ্যে ওই ২৫ নাবিককে সুয়েজ কর্তৃপক্ষ ‘গৃহবন্দি’ করে রেখেছে বলে জানা যাচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের মিসর ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ভারতে মার্চেন্ট নেভি অফিসারদের বৃহত্তম সংগঠন ‘দ্য মেরিটাইম ইউনিয়ন অব ইন্ডিয়া’র একটি সূত্র বলেন, সুয়েজ খাল কর্তৃপক্ষের নিজস্ব কিছু আইনকানুন রয়েছে, যা আন্তর্জাতিক সমুদ্র আইনের চেয়েও বেশি কড়া!